কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিণী প্রধান শিক্ষিকা নাসরীন খান লিপির পিতা বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান রবি(৭৯) মৃত্যবরণ করায় কলারোয়া প্রেসক্লাব সদস্যরা শোক জ্ঞাপন করেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতি দাতারা হলেন,কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ,সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন,কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম,সদস্য ফারুক হোসেন স্বপন, সেলিম খাঁন, তরিকুল ইসলাম ও রাজু রায়হানসহ সদস্যদের স্বজনরা।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভাধীন রসুলপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান খান রবি(৭৯) বুধবার খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।
