সংকল্প ডেস্ক :
গাপেন সংবাদরে ভিত্তিতে গত ১৭ অক্টোবর ২০২০ তারখি ১৮৩০ ঘটকিায় খুলনা জেলার পাইকগাছা থানার অধনিস্থ আলমতলা ঘাট এলাকায় বশিষে অভযিান পরচিালনা করে ০১ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টর্গাড পশ্চমি জোনরে একটি টহলদল। আটককারীর নামঃ ১।
আরফিুল ইসলাম (২৮), পিতা: আয়ুব আলী, গ্রামঃ সান্তা,পোস্ট: গড়ুইখালী থানাঃ পাইকগাছা, জেলা: খুলনা,২। নামঃ সাথী আক্তার, পিতা: মৃত মাফো, গ্রামঃ কাটডরো, থানাঃ কলারোয়া, জেলা: সাতক্ষীরা।
উদ্ধারকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তদিরে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণরে জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়ছে। বাংলাদশে কোস্ট র্গাড পশ্চমি জোনরে গোয়েন্দা র্কমর্কতা সাব লেফট্যানেন্ট এম মোমিনুলল ইসলাম জানান, কোস্ট র্গাডরে এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধে ও জননিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কোস্ট র্গাডরে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যততে থাকব।