হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় কৃষকের ওপর হামলা : হাসপাতালে ভর্তি

শৈলকুপায় কৃষকের ওপর হামলা : হাসপাতালে ভর্তি

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

জমি চাষ করা নিয়ে বিরোধে ঝিনাইদহের শৈলকুপায় মিল্টন বিশ্বাস (৩৫) নামে এক কৃষকের ওপর বকুল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ১৬ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্রাহিমপুর গ্রামে। আহত কৃষক ওই গ্রামের মৃত গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে। এঘটনায় শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর (সোমবার) দুপুরে পাওয়ার ট্রিলার দিয়ে কৃষক মিল্টন নিজের জমি চাষ করছিল। হঠাৎ করে বকুল এসে তার জমি চাষ করে দিতে বলে। প্রতিত্তরে গতবার জমি চাষ করেছিল মর্মে সে টাকা পরিশোধ করে নাই বললে, বকুল তাকে হুমকি দিয়ে ১ ঘন্টার মধ্যে জমি চাষ করে দিতে বলে। জমি চাষ করে না দেওয়ায় এরই সুত্র ধরে বিকাল আনুমানিক ৪টার দিকে রড, হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে বকুল ও তার দুই ছেলে নিয়ে কৃষক মিল্টনের ওপর অর্তকিতভাবে হামলা চালায়, মিল্টন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ¯স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

আহত কৃষক মিল্টনের পরিবার জানায়, উগ্র হিসেবে পরিচিত বকুল ই”ছাকৃতভাবেই তার ওপর হামলা করেছে। বকুলের নামে থানায় বিভিন্ন অন্যায় কাজের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। এছাড়া ওই ঘটনার পর থেকে তাকে ও তার পরিবারের লোকজনের জীবননাশের হুমকি দিয়ে আসছে। আইনের আওতায় এনে তাকে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এঘটনার প্রত্যক্ষদর্শী মায়া খাতুন জানান, কৃষক মিল্টনের ওপর বকুল ও তার ছেলেদের রড ও লাঠিসোঠা দিয়ে হামলা ঠেকাতে গেলে তিনিও আহত হয়েছেন। ব্রাহিমপুর গ্রামের আব্দুল লতিফ, জামিরুল ইসলাম, আসাদ মোল্যাসহ একাধিক ব্যক্তি জানান, বকুল অনেক বেপরোয়া এবং উগ্র মেজাজের ছেলে। তার বিরুদ্ধে ¯স্থানীয় সাধারন মানুষ ভয়ে মুখ খুলতে চাইনা।
অভিযুক্ত বকুল হোসেন জানান, আমি ও আমার ছেলেরা কোন হামলা করিনি। তারাই আগে হামলা করে আমাদের ওপর দোষ চাপিয়ে দিয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন