হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার বাঁশদহায় শুরু হয়েছে ইউপি নির্বাচনে প্রতীক নিয়ে লড়াই

সাতক্ষীরার বাঁশদহায় শুরু হয়েছে ইউপি নির্বাচনে প্রতীক নিয়ে লড়াই

কর্তৃক Editor
০ মন্তব্য 103 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

কয়েক মাস যেতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন । সাতক্ষীরার সদর উপজেলার ১নং বাঁশদহা উইনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে শুর হয়েছে লড়াই । চায়ের দোকান, হাট-বাজার, কৃষকের ফসলে মাঠ সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। কে হবে আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তবে সাধারণ মানুষ বলছে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচনে জয় লাভ করবে। বিএনপি সামর্থকরা বলছে সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের প্রাথী জয়লাভ করবে। জাতীয় পাটির প্রার্থী জয় লাভের আসায় মাঠে রয়েছে। তবে দলীয় প্রতীক নিতে স্ব-স্ব দলের প্রাথীদের মধ্যে চলছে লড়াই ।

ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানাযায় , ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে একাধিক প্রাথী মাঠে নেমেছে। নৌকা প্রতীক নেওযার জন্য মাঠ চষে বেড়াচ্ছে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম মোশারাফ হোসেন। তিনি দলীয় নেতা কর্মীদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে চলেছেন। এছাড়া জেলা আওয়ামীলীগের নেতাদের সাথে তার সম্পর্ক বেশ মজবুত। সদর উপজেলা আওয়ামীলীগে তার শক্ত অবস্থান। তিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে ইউনিয়নে উন্নয়ন মূলক কাজও করেছেন। গত নির্বাচনে ইউনিয়ন পর্যায়ের দলের অনেক শীর্ষ নেতা তার বিরোধীতা করে ছিল। নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীও ছিল।এত সবের পরেও সে বিপুল ভোটে জয় লাভ করে। দলমত নির্বিশেষে সব মানুষের সাথে এসএম মোশারাফের সুসম্পর্ক রয়েছে। সে কারনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে এস এম মোশারাফ হোসেন নিশ্চিত জয় লাভ করবে। সে কারণে দল তাকেই মনোনয়ন দেবে এমনটাই ভাবনা আওয়ামীলীগের নেতা কর্মীদের ।

তবে নৌকা প্রতীক নিতে তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান। সাতক্ষীরা সদর আসনের এমপির সাথে তার রয়েছে দহরম মহরম সম্পর্ক। তার পিতা মোফজুলার রহমান খোকন দীর্ঘদিন এই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। পরে তিনি সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলার সহসভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া ছয়দফা কর্মসূচী রচিয়তা, আগড়তলা মামলার আসামী, গনপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রথম মুখ্য সচিব, জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ট রুহুর কুদ্দুস তার সম্পর্কে দাদা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের কমীদের সাথে রয়েছে ভাল সম্পর্ক। সব মিলিয়ে নৌকা প্রতীক পাবেন মাষ্টার মফিজুর রহমান এমনই আশা করেন তার সামর্থীত ভোটাররা ।
এছাড়া নৌকা প্রতীক নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন সাবেক চেয়ারম্যান অজিহার রহমানের ছেলে সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শাহাজান সিরাজ। তিনি ইউনিয়নে সাধারণ ভোটারদের সাথে ইতি মধ্যে সভা সমাবেশ করে বেড়াচ্ছেন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন