হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত, আহত স্বামী

পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত, আহত স্বামী

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের শাকদাহ ব্রীজের কার্নিশ ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরাহী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরত্বর আহত হয়েছে চালক স্বামীও। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৬নভেম্বর)সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহসড়কের শাকদাহ নামক স্থানে । নিহত ঐ নারী হলেন,শামসছুরনাহার(৩৮)। তিনি আশাশুনি উপজেলার আহাদুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধায় খুলনা থেকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী সাতক্ষীরার আশাশুনির দিকে যাচ্ছিলেন । এ সময় মহাসড়কের শাকদাহ ব্রীজের নিকটে তারা পৌঁছালে ব্রীজের কার্নিশ ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা আরাহীর স্ত্রী সামছুনাহার(৩৮) ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ সময় তার স্বামী আসাদুর রহমান গুরত্বর আহত হন।

স্থানীয়রা লাশ উদ্ধার করে ভ্যানযোগে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে পাঠায় এবং আহত আসাদুর রহমানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তারা জানায় । পাটকলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন