হোম অন্যান্যসারাদেশ কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন কাঁকডাঙ্গা বিওপি’র নায়েক শহীদ ও মাদরা বিওপি’র নায়েক মিজানুর রহমান। বিজিবি সূত্রে জানা যায়, কাঁকডাঙ্গা সীমান্তের বোয়ালিয়ার ফকিরপাড়া মোড় এলাকায় সোমবার(১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে বিজিবি সদস্যরা অভিযানকালে এক চোরাকারবারীকে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী সীমান্তে ফুলতলা বাজার এলাকায় অভিযানকালে তৌফিক মিয়া(৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে বিজিবি সদস্য বাদি হয়ে কলারোয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন