হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে চাঞ্চল্যকর সাঈদ হত্যাকান্ড\ পিবিআই’র সাফল্য হত্যাকান্ডে জড়িত দু আসামির স্বিকারোক্তিমূলক জবানবন্দি

কেশবপুরে চাঞ্চল্যকর সাঈদ হত্যাকান্ড\ পিবিআই’র সাফল্য হত্যাকান্ডে জড়িত দু আসামির স্বিকারোক্তিমূলক জবানবন্দি

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

কেশবপুর (যশোর)প্রতিনিধি :

কেশবপুরের চাঞ্চল্যকর আবু সাঈদ (৪২) হত্যাকান্ডের মোটিভ উদঘাটন করতে সক্ষম হয়েছে পিবিআই যশোর। ক্লুলেস এ হত্যাকান্ডে জড়িত মনোহরনগর গ্রামের জুয়েল (৩২) ও হাড়িয়াঘোপ গ্রামের কামরুজ্জামানান লিটন(৫২)কে আটক ও তাদের নিকট থেকে নিহত সাইদের ভ্যান ,টাকা ও মোবাইল উদ্ধার ও পরবর্তীতে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের কাছে স্বিকারোক্তি মূলক জবান বন্দি দেয় ঘাতকরা।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি-মাগুরখালী সড়কের সাতাশকাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে যায়। সে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজহার আলর ছেলে।

সে মোটর চালিত ভ্যানে পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয় করত। এ ঘটনায় নিহতের স্ত্রী ঝরনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে যর নম্বর ০২। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই তাপস রায় বুধবার অভিযান চালিয়ে সন্ধিগ্ধ আসামি হিসেবে তার জামাতা নাজমুল আহসানকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। ১২ নভেম্বর যশোর পুলিশ সুপারের নির্দেশনায় হত্যা মামলাটি যশোর পিবিআকে তদন্তের দায়িত্ব প্রদান ও মামলা হস্তান্তর করা হয়।

সে মোতাবেক মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই জিয়াউর রহমান মামলার দায়িত্ব নিয়ে ঝটিকা অভিযান চালিয়ে জুয়েল ও কামরুজ্জামান লিটনকে আটক করতে সক্ষম হন। শনিবার সন্ধ্যায় তারা ম্যাজিষ্ট্রেটের সামনে হত্যাকান্ডে জড়িত থাকা ও হত্যার কারণ উল্লেখ করে জবাবন্দি প্রদান করে। মামলাটির তথ্য উদঘাটন করা নিয়ে পিআই বি’র পক্ষ থেকে যশোর অফিসে প্রেস ব্রিফিং করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, মূলত জুয়েল ও লিটন নিহত আবু সাঈদের পুর্ব পরিচিত। সে পুরাতন ব্যাটারিসহ অন্যান্য মালামালে ব্যবসা করতো। তার কাছে সার্বক্ষণিক টাকা থাকার সুবাদে জুয়েল ও লিটন পরিকল্পিত ভাবে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে আসে এবং তাকে হাতড়ির উপযুপরী আঘাতে হত্যা করে ভ্রান, মোবাঈর ও টাকা নিয়ে পালিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন