সংকল্প ডেস্ক :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় জর্জ ইনস্টিটিউশনের পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরের দিকে ধানক্ষেতে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।