কলারোয়া ( সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া প্রেসক্লাবে নবগঠিত কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের পরিচালায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলামসহ সাধারন সদস্য সেলিম খান, তরিকুল ইসলাম, রাজু রায়হান ও অন্যান্য সদস্যবৃন্দ।
সভায়, বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশন, বার্ষিক বনভোজনসহ সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
