হোম অন্যান্যসারাদেশ কলারোয়া প্রেসক্লাবে এক নারীর সংবাদ সম্মেলন

কলারোয়া প্রেসক্লাবে এক নারীর সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের অস্থায় কার্যালয়ে নারী দোকানী মোছা: বেলফুল বেগম (৪৫) এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রঘুনাথপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা বেলফুল বেগম বলেন, কাজীরহাট বাজারে তিনি সরকার কর্তৃক বরাদ্দকৃত দোকানে দীর্ঘদিন ধরে কসমেটিকস এর ব্যবসা করে আসছেন। শারিরীক অসুস্থতার কারণে গত কয়েকদিন তিনি দোকানের ব্যবসা চালিয়ে যেতে পারেননি।

সেই সুযোগে রঘুনাথপুর গ্রামের মৃত বাদল সরদারের ছেলে মোখলেছুর রহমানসহ ২/৩ জন ওই দোকান জোর পূর্বক দখল করার উদ্দেশ্যে সেখানে মালামাল উঠায়। বিষয়টি প্রশাসনকে জানালে প্রশাসন কর্তৃক দোকান ছাড়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু সে নির্দেশ তারা মানেনি। এমনকি দখলকারীরা গত ৬ নভেম্বর অজ্ঞাত ২/৩ জনকে নিয়ে তাকে শারীরিক নির্যাতন ও তার কন্যা রানু খাতুন (১৯)কে শ্লীলতাহানি করে মারধোর করে। দখলকারীরা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে দোকান থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভুক্তভোগী নারী জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন