হোম অন্যান্যসারাদেশ মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলার হারিয়ে যাওয়া আদি সংস্কৃতি যাত্রাপালা

মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলার হারিয়ে যাওয়া আদি সংস্কৃতি যাত্রাপালা

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলার হারিয়ে যাওয়া আদি সংস্কৃতি যাত্রাপালা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ যাত্রাপালায় অভিনয় করে জেলার যাত্রা অভিনয় শিল্পীরা তাদের মনের তৃপ্তি মেটান। অন্যদিকে দর্শকরাও হারিয়ে যাওয়া এ যাত্রানুষ্ঠানে এসে আনন্দ উপভোগ করেন। জেলা প্রশাসক হারিয়ে যাওয়া এ যাত্রা শিল্পকে টিকিয়ে রাখার জন্য পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।

শনিবার রাত ৮ টায় মাগুরা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘আমার মানষ প্রতিমা’ নামে যাত্রাপালা অনুষ্ঠিত হয়। রাখাল বিশ্বাসের রচনায় ও মিলন মিত্রের নির্দেশনায় অনুষ্ঠিত এ যাত্রা নাটকে মাগুরা জেলার যাত্রা শিল্পিরা অভিনয় করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর যাত্রাপালায় অভিনয় করতে পেরে যাত্রা অভিনয় শিল্পীরা তাদের মনের তৃপ্তি মেটান। একই সাথে তারা তাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে যাওয়া এ যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

যাত্রা দেখতে আসা দর্শক বিপুল পাল জানান, দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া বাংলার আদি সংস্কৃতি যাত্রাপালা দেখে তিনি দারুন আনন্দিত। তিনি এ ধরণের আয়োজন অব্যাহত রাখার যথাযথ কৃর্তপক্ষের কাছে আহবান রাখেন তিনি।
এ বিসয়ে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, হারিয়ে যাওয়া আবহমান বাংলার এ সংস্কৃতিকে ফিরিয়ে আনতে সরকার শিল্পকলা একাডেমির মাধ্যমে যাত্রাপালা মঞ্চস্থ করছে। এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য আরো একাধিক যাত্রাপালা মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন