হোম অন্যান্যসারাদেশ মোংলা বন্দর এলাকার শ্রাবন বাহিনীর হয়রানী ও অত্যাচার হতে পরিত্রান পেতে ঠিকাদার ব্যবসায়ীর সম্মেলন

মোংলা বন্দর এলাকার শ্রাবন বাহিনীর হয়রানী ও অত্যাচার হতে পরিত্রান পেতে ঠিকাদার ব্যবসায়ীর সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

 

মোংলা প্রতিনিধি :

মোংলা স্থীয় বন্দর এলাকার শ্রাবন ও তার বাহিনীর হয়রানী-অত্যচার হতে
পরিত্রান পেতে সম্মেলন করেছেন এক ঠিকাদার ব্যবসায়ী। শনিবার সকাল ১১ টায়
মোংলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে বন্দরের
ঠিকাদার ব্যবসায়ী দেলেয়ার হোসেন জানান, আমি মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন
ঠিকাদার ব্যবসায়ী ও সাধারণ নিরীহ মানুষ। বন্দর মার্কেটের জন্মলগ্ন হতে
এখানে ব্যবসা পরিচালনা করে আসছি। বিগত দিনে নানা কারনে এ বন্দরটির
দূরাব্যবস্থার মধ্যেও এখানকার ব্যবসায়ীও সাধারন মানুষ খেয়ে না খেয়ে
দিনযাপন করলেও শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটেনি। অনেক অর্থ কষ্টের মধ্যেও
পরস্পর সকলে সুশৃংখলবদ্ধ থাকলেও সম্প্রতি কথিত সংবাদকর্মীর নাম
ব্যবহারকারী সোহেল মাহামুদ ওরফে টাউট শ্রাবন ও তার দালাল বাহিনীর হাতে
আমি ও আমার পরিবারসহ স্থানীয় আরও অনেকে জিম্মি হয়ে পড়েছি ।

তিনি জানান, বিগত কয়েক বছর আগে বন্দর বিপনী মার্কেট সংলগ্ন এলাকায়
টিভি,রেডিও ঘড়ির মেকার সোহেল মাহামুদ শ্রাবনের অগমন ঘটে। অল্প সময়রের
মধ্যেই সু-চতুর এ সোহেল মাহামুদ নিজের নাম পাল্টে শ্রাবন নামে পরিচিত হয়ে
ওঠে। বন্দর ও ইপিজেট এলাকায় চাকরি এবং ব্যবসা বানিজ্য ভাগিয়ে আনা ও পাইয়ে
দেয়ার কথা বলে সে বিভিন্ন চাকুরি প্রার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ
লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। এ বিষয় কেউ থানা পুলিশ ও আইনের আশ্রয়
নিলেও টাউট শ্রাবনের দালাল বাহিনীর ভয়ে অনেকে মুখ বুঝে সহ্য করে এলাকা
ছেড়েছে। তার নেতৃত্বাধীন এ দালাল বাহিনীর একাধিক সদস্য তৎপর রয়েছে বন্দর
এলাকায়। তাদের হাতে হয়রানীর শিকার হয়েছেন বন্দরের অনেক কর্মচারীও। মাদক
ব্যবসা সহ দূ-চরিত্র মহিলা দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বন্দর কর্মচারীদের
হেস্তন্যস্ত সহ বিভিন্ন ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা অর্থ
আদায় করা আসছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হেস্থন্যস্ত করে অর্থ আদায়ের
লালসা তার নিত্য নৈমত্তিক ঘটনায় পরিনত হয়েছে।

সংবাদ সম্মেলেনে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্য ছাড়াও ক্ষতিগ্রস্থরা
উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন