হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে ক্ষতিসাধনের অভিযোগ

আশাশুনির বড়দলে পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে ক্ষতিসাধনের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 88 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে পূর্ব শত্রæতার জেরধরে পোল্টিফার্মে আগুন দিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে খামার মালিক ইব্রাহিম খলিল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মফিজ উদ্দিন সরদারের পুত্র ইব্রাহিম খলির বাদী হয়ে থানায় লিখিত অভিযোগে জানান, তার বসতবাড়ি সংলগ্ন পোল্ট্রি ফার্ম আছে। ফার্মে ২ লক্ষাধিক টাকার সোনালী মুরগী রয়েছে।

একই গ্রামের রফিকুল সরদারের পুত্র রাজু আহমেদ, আঃ সালামের পুত্র হাফিজুল, মৃত হাকিম সরদারের পুত্র তৌফিক, মৃত দাউদের পুত্র রফিকুল, হাকিম মোড়লের পুত্র বিল্লাল, মোকছেদের পুত্র আছাফুর, মুক্তারের পুত্র আবু সাইদ বিভিন্ন অজুহাতে তাদের মুরগির ফার্ম ও মুদি দোকান ধ্বংস করার ষড়যন্ত্র করে আসছিলেন। ৬ অক্টোবর সকাল ৯ টার দিকে রাজু ও হাফিজুল বাদীর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ ও ফার্ম ধ্বংস করার হুমকী দেয়।

এব্যাপারে ১৩ অক্টোবর থানায় জিডি (নং ৫৫৬) করে বাদী। বিবাদীরা জানতে পেরে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গতকাল গভীর রাতে কে বা কারা পোল্ট্রি ফার্মে আগুন দেয়। ৪ নভেম্বর ভোরে ঘুম থেকে উঠে বাদী তার ফার্ম আগুনে পুড়তে দেখেন। আগুনে পুড়ে ৫ হাজার টাকার মত ক্ষতিসাধিত হয়েছে। বিবাদীদের দ্বারা এঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন