হোম অন্যান্যসারাদেশ ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ

নড়াইল অফিস :

ভোটের মাধ্যমে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক ঠিক করা হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুরে ১টা পর্যন্ত উপজেলার নিরিবিলি পার্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩১ ভোট পেয়ে জি এম নজরুল ইসলাম আহবায়ক নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্ব›দ্বী শরীফ কাশাফুদ্দোজা পেয়েছেন ২২ ভোট। সমান সংখ্যক ভোট ২৭ পেয়ে কাজী সুলতানুজ্জামান (সেলিম) ও টিপু সুলতান যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন। এ নির্বাচন পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি মো. ওহিদুজ্জামান মিলু, যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, আলী হাসান ও সৈয়দ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। এতে জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬১টি ভোট দিয়েছেন ৫৬ জন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন