হোম অন্যান্যসারাদেশ চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রপচার!

চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রপচার!

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। দলীয় গ্রুপিং,প্রভাব বিস্তার, বিরোধী রাজনৈতিক ইন্দনসহ জুয়া,মাদক ও এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িতরা এ উস্কানী মূলক ষড়যন্ত্র এবং সুনাম ক্ষুন্নে এসব অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকোমল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওমীলীগের সভাপতি আলমগীর হাওলাদার।
জানা যায়, এলাকাবাসী কর্তৃক ওই জনপ্রতিনিধির কাছে বিভিন্ন সময়ে জমিজমা সংক্রান্ত ও ওই ইউনিয়নের (চেয়ারম্যানের শালিস বিচারের আওতাধিন) অপরাধমূলক বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে স্থানিয় এলাকাবাসী কর্তৃক বিচার শালিস বা ফয়সালার জন্য আসলে অনেকেই ফয়সালা মানতে চায়না। এমন ব্যক্তিদের দিয়ে রাজনৈতিক বিরোধী গ্রুপ ও নির্বাচনে পরাজিতদের দ্বারা সড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি। এছাড়াও বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠিয়েও অপপ্রচার চালানোর তথ্য পাওয়া যায়।
নীলকোমল ইউনিয়নের স্থানিয় একাধীক এলাবাসী জানান, স্থানিয় রফিক,নুরনবী ও নুরুদ্দিনসহ একাধীক ব্যক্তি তাদের পারিবারিক জমিজমার বিরোধকে কেন্দ্র করে স্থানিয় চেয়ারম্যানের কাছে শালিস ফয়সালা না পেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানান রকমের ষড়যন্ত্র করছে।
এছাড়াও চেয়ারম্যান কর্তৃক নীলকোমল ইউনিয়নের সরকারী উন্নয়নকে বাঁধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করতে এসব অপপ্রচার করে বেড়াচ্ছে। নীলকোমল ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে ইউপি নীর্বাচনে পরাজিত ও রাজনৈতিক অপশক্তির একটি চক্র কৌশলে রফিক,নুরনবী, ও নুরুদ্দিনসহ একাধিক ব্যক্তি দ্বারা আমার পদপদবীসহ স্থানিয় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্যের সকল কার্যক্রম ও সরকারি উন্নয়নকে বাধাঁগ্রস্ত এবং প্রশ্নবিদ্ধ করতেই বিভিন্ন দপ্তরসহ চরফ্যাশন উপজেলা রাজনৈতিক অঙ্গণে আমাকে অভিযুক্ত ও প্রভাবিত করছে।
তিনি আরও বলেন, যে সব দপ্তরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দেয়া হয়েছে প্রত্যেকটি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট যার প্রমাণাদিসহ সকল ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন