নড়াইল অফিস :
রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার ওলামা পরিষদ নড়াইলের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চ এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার।
এসময় আরও বক্তব্য রাখেন মাওলানা মুহসিনুদ্দিন, মাওলানা ম.ম. শফিউল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান প্রমূখ। বক্তারা রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান।