হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদানে অনিয়ম তদন্তের নির্দেশ

ঝিকরগাছায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদানে অনিয়ম তদন্তের নির্দেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ 
যশোরের ঝিকরগাছায় বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে অনিয়মের বিরুদ্ধে সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান স্বাক্ষরিত দুইটি স্মারকে এই নির্দেশ দেয়া হয়েছে। গত ২৯ অক্টোবর ‘স্বামীকে মৃত দেখিয়ে বিধবা ভাতা উত্তোলন’ ও ২৯ সেপ্টেম্বর ‘ভাতার ভাগীদার মেম্বার’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে দুইটি সংবাদ প্রকাশের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলার শংকরপুর ইউনিয়নে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে মেম্বাররা অফিস খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। অনেকে আবার ভাতার প্রথম চালানের টাকা থেকে ‘মিষ্টি’ খাওয়ার কথা বলে এসব টাকা নিয়েছেন। তবে টাকা দেওয়ার বিষয় জানাজানি হলে ভাতার কার্ড নষ্ট করে দেওয়া হবে বলেও ভাতাভোগীদের হুঁশিয়ার করা হয়েছে। অপর সংবাদে প্রকাশ পায়, সদর ইউনিয়নে সধবাদেরকে বিধবা বানিয়ে বিধবা ভাতার কার্ড করার অভিযোগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের মেম্বাররা স্বামীকে মৃত বানিয়ে বিধবা ভাতার এসব কার্ড করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব নানা অনিয়ম তুলে ধরা হয় কালের কণ্ঠের ওই সংবাদে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন