কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলায় সুশাসনের জন্য নাগরিক সুজন এর দ্বি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।। মঙ্গলবার (৩ নভেম্বর)বেলা ১১ টায় প্রেসক্লাবের হল রুমে সুজন উপজেলা কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, দি হাঙ্গার প্রোজেক্টের পিপিজি গ্রুপের সাবেক অ্যামবাসেডর সাঈদ মেহেদী, সুজনের উপজেলা সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এ বি এম সেলিম, প্রচার সম্পাদক সাকিবুর রহমান ও নির্বাহী সদস্য আবু সালেক।
বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, বক্তব্য রাখেন কালিগঞ্জ কমিটির সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন, ঈলাদেবী মলীক, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক অ্যামবাসেডর ডাঃ শফিকুল ইসলাম বাবু প্রমুখ। ১ম পর্বে আলোচনার পর কমিটি ভেঙ্গে দিয়ে দ্বিতীয় পবে সুজনের জেলা কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠান পরিচালনা করেন। উপস্থিত সকলের সর্ব সম্মতিতে পুনরায় শেখ সাইফুল বারী সফুকে সভাপতি ও সুকুমার বাচ্চু কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট সুজন কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন এবং চার সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটিতে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম ও সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, আব্দুল লতিফ কে মনোনীত করা হয়।
তারপর উপজেলা কমিটি সকলের মতামতের ভিত্তিতে পুনঃ সভাপতি পদে নির্বাচিত হন শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন, ঈলাদেবী মালিক, সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছের হোসেন জান্টু, কোষাধ্যক্ষ কনিকা রানী সরকার, দপ্তর সম্পাদক সাফিয়া পারভীন, প্রচার সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সন্মানীত সদস্যবৃন্দ হলেন মথুরেশপুর সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ইউপি সদস্যা মাহফুজা খানম খুকু, ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, শিক্ষিকা শম্পা গোষ্মামী, শেখ আব্দুল করিম, ব্যবসায়ী শেখ আবু তাহের, আশেক মেহেদী, ইশারাত আলী, ইউপি সদস্যা শ্যামলী রানী অধিকারী, সেলিম শাহারিয়ার, হাফেজ আব্দুল গফুর, নুরুজ্জামান পাড়, শেখ আতিকুর রহমান, গৌরপদ দাশ, জাহাঙ্গীর আলম।