হোম Uncategorized মাগুরায় বাল্যবিয়ের দায়ে বরের ৬ মাসের কারাদন্ড কনের মায়ের ২০ হাজার জরিমানা

মাগুরায় বাল্যবিয়ের দায়ে বরের ৬ মাসের কারাদন্ড কনের মায়ের ২০ হাজার জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার শালিখায় বাল্য বিয়ের দায়ে বরের ৬ মাসের কারাদন্ড ও কনের মায়ের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আদালত সুত্রে জানা গেছে, শালিখার ছান্দড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার কন্যা ও ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী পলি খাতুন (১৩) বাল্য বিবাহ হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ওই গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় বিবাহ করতে আসা বর যশোর জেলার আরএন রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জুয়েলকে (৩১) ঘটনাস্থল থেকে আটক করে আদালত। এসময় তাকে বাল্য বিয়ের অপরাধে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। একই সাথে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কন্যার মা নার্গিস বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানান, বাল্যবিবাহের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বাস্তবতা দেখতে পায়। বাল্যবিবাহ ২০১৭ আইন অনুযায়ী বাল্যবিবাহ দেয়ার অপরাধে উভয় পক্ষকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন