হোম অন্যান্যসারাদেশ আশাশুনির হাড়ীভাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনির হাড়ীভাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি সদরের হাড়ীভাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হাড়ীভাঙ্গা বাজারে (মৎস্যসেটে) এ সভা অনুষ্ঠিত হয়। বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, কোষাধ্যক্ষ ডাঃ বিশ্বজিৎ কুমার, যুগ্ম সম্পাদক দঅপঙ্কও সরকার, শ্রমিকলীগ সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, প্যানেল চেয়ারম্যান শাহিনুর ইসলাম, সদও ইউনিয়ন যুবলীগ সভাপতি তৈবার রহমান, সদও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী সমীরণ কুমার বাইনসহ কমিটির সদস্যবৃন্দ আলোচনা রাখেন। সভায় প্রতিমাসের ৭ তারিখ মাসিক মিটিং অনুষ্ঠান, মাসের আয়-ব্যয়ের হিসাব প্রদান, নতুন নাইট গার্ড নিয়োগ, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, বাথরুম পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, রাত্র ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা এবং প্রত্যেকের দোকানের সামনে লাইট জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন বলেন, কমিটি গঠন কল্পে প্রথম দিনের সভায় সকলের সম্মতিতে করোনার প্রেক্ষিতে ভোট গ্রহন না করে সিলেকশানের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। অবশ্য মাত্র ২ জন ভোটের প্রস্তাব করেন। তখন সভার সিদ্ধান্ত মোতাবেক সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। পরবর্তী দিনে বাকী সদস্য সিলেকশানের মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে সভা মূলতবি করা হয়। দ্বিতীয় দিনে ২২ জন ভোট গ্রহণের পক্ষে মতামত দেন। পাক্ষান্তরে শতাধিক ব্যবসায়ী সিলেকশানের পক্ষে প্রস্তাব করলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ভিন্নমতের পক্ষে থাকা ঘরমালিকরা ডিড নেওয়া ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ করে অনেককে পৃথক কমিটি গঠনের লক্ষ্যে মিটিং-এ নেওয়া হয়। এটি দুঃখজনক ও অবৈধ বলে তিনি মতামত ব্যক্ত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন