হোম অন্যান্যসারাদেশ স্বরূপকাঠিতে নিখোঁজের একদিন পরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

স্বরূপকাঠিতে নিখোঁজের একদিন পরে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ

পিরোজপুর অফিসঃ 

পিরোজপুরের স্বরূপকাঠিতে নিখোঁজ হওয়ার একদিন পরে রিনা খাতুন (৭) নামের এক স্কুল ছাত্রীর লাশ বাড়ির অদুরে থাকা একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। শনিবার পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করেন। নিহত রিনা স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডেও আউড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আউড়িয়া সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী। জানা গেছে শুক্রবার সকালে রিনা নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর)  স্থানীয়রা রাজ্জাকের বাড়ি থেকে ৪/৫ শ‘ গজ  দুরে বাগানের পার্শ্বের একটি ডোবার পানিতে রিনাকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে শিশুটির মারা যাওয়ার কারন সম্পর্কে জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন