হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে সাদপুর মাঠে লক্ষ টাকার ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিগঞ্জে সাদপুর মাঠে লক্ষ টাকার ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর ক্রীড়া পরিষদ আয়োজনে ৪দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২৮ অক্টোবর বুধবার বেলা সাড়ে ৪টায় সাদপুর মাঠে তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ন খেলায় দেবহাটা উপজেলার সখিপুর মাহবুবুর রহমান ফুটবল একাদশ ও কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সখিপুর মাহবুবুর রহমান ফুটবল একাদশ ৩-১ গোলে উত্তর শ্রীপুর ফুটবল একাদশ কে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় টান টান উত্তেজনার মধ্যে আক্রমন পাল্টা আক্রমনে ১ম আর্ধের ২০ মিনিটের সময় সখিপুর ফুটবল একাদশের ১০নং জার্সি পরিহিত আজিজুর রহমান ১ম গোল করে দলকে এগিয়ে নেয়। ২য় অর্থে ৮ মিনিটের সময় রাসেল দলের পক্ষে ২য় গোল করে। ২য় অর্থে ১০ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত ছাব্বির একক নৈপূন্যে গোলা করে। পরে সখিপুর ফুটবল একাদশে আজিজুর রহমান খেলার ২য় আর্ধের ২৭ মিনিটে আরও ১টি গোল করে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মাদ বিশ্বাসের সভাপতিত্বে টেলিকনফ্যারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রহুল হক। খেলাটি উদ্বোধণ করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাঈম, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য ডাঃ আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বজল মুখার্জী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, ইউপি সদস্য আম্মাদ আলী প্রমূখ। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, তার সহযোগী হিসাবে ছিলেন শাহিন, আব্দুস সামাদ এবং সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু। খেলাটি উপভোগ করার জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়। মাদক কে না বলুন, খেলা ধুলা কে হ্যাঁ বলুন এবং যুব সমাজ কে রক্ষা করুন। এই শ্লোগানকে সামনে রেখে আগামী ২ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় খেলা ইশ্বরীপুর মুসলিম স্পোটিং ক্লাব ও কাশিবাটী অভি স্যাটালাইট একাদাশের মধ্যে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন