হোম অন্যান্যসারাদেশ ফকিরহাট ইউনিয়নে স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

ফকিরহাট ইউনিয়নে স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির আয়োজনে ২৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি’ ‘করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানকে সামনে তুলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষন অফিসার মো: খোরশেদ আলম ও হাইসাওয়ার প্রোগ্রাম অফিসার সরফারাজ আহম্মেদ খান।

এতে সভাপতিত্ব করেন ফকিরহাট ইউনিয়ন সেনিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো:মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউপি সচিব মো: মোয়াজ্জাম হোসাইন। এরপূর্বে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে হ্যান্ড স্যানিটাজার ও গাছের চারা বিরতণ করা হয়। এসময় ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: হুমায়ন কবীর, খান শামিম হাসান, সৈয়দ মিজানুর রহমান, জগরুল হায়দার বাবু, মো: মুস্তাকিন, আ: জব্বার, মহিলা ইউপি সদস্য শিউলি বেগম, লিলিমা আক্তার, লিমা বেগম বিভিন্ন শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন