হোম অন্যান্যসারাদেশ মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজনের খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানবন্ধন

মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজনের খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানবন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 124 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার কৃতি ফুটবলার ও ছাত্রলীগ নেতা রাজন খান হত্যার ৫ বছর পার হলেও মামলার বিচার কাজ শেষ হয়নি। মামলার প্রধান আসামী মীর আবু সাঈদসহ সকল আসামীর দ্রত বিচার ও ফাঁসির দাবিতে আজ বুধবার সকালে শহরের পিটিআই এর সামনে মানবন্ধন করেছে এলাকাবাসী।
এলাকার চাঁদাবাজির প্রতিবাদ করায় ১৪ সালের ২৮ অক্টোবর মাগুরা সরকারি কলেজ মাঠে রাজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজনের বাবা ওহাব খান বাদী হয়ে হত্যাসহ ১৩ মামলার আসামী মাগুরার শীর্ষ সন্ত্রাসী মীরসাইদসহ তার সহযোগিদের নামে মামলা করেন।

এসময় রাজনের বাবা ওহাব খান অভিযোগ করেন, এরকম একটি নৃশংস হত্যা মামলায় আটক হবার মাত্র কয়েকেদিনের মধ্যে সন্ত্রাসী মীর সাঈদসহ সকল আসামী জামিনে বেরিয়ে আসে। বর্তমানে সে বিভিন্ন লোক মারফত তাদের পরিবারসহ রাজন হত্যার বিষয়ে যারা প্রতিবাদ জানিয়েছে তাদের হত্যার হুমকী দিচ্ছে। অতীতে মীর সাঈদ প্রতিটি মামলায় একইভাবে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে। এমনকি ৪১ বছর সাজা হবার পরও বেশীদিন সে জেলে থাকেনি। অজ্ঞাত গডফাদারদের আনুকুল্য ও কালো টাকার জোরে দ্রুত সময়ে জামিনে ছাড়া পাবার সুযোগ পাওয়ার কারণেই সে নতুন করে অপরাধ করার সুযোগ পাচ্ছে। এসব কারণে তারা তাদের নিরাপত্তাসহ মীর আবু সাঈদসহ দোষীদের দ্রুত  বিচার ও ফাঁসি দাবি করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আতিয়ার রহমান নিহার, আশরাফ খান, কামরুল হুদা রিফাত, নাহিদ খান, রানা খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন