হোম অন্যান্যসারাদেশ বড় ভাই হত্যার বিচার দাবিতে রাস্তায় ছোট ভাই

বড় ভাই হত্যার বিচার দাবিতে রাস্তায় ছোট ভাই

কর্তৃক Editor
০ মন্তব্য 129 ভিউজ

সংকল্প ডেক্স :

২০০১ সালের ১ জানুয়ারি তৎকালীন নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিশনার বড় ভাই মো. মানিক মিয়াকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছোট ভাই আমিরুল ইসলাম আমু।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আমু বলেন, ২০০১ সালের ১ জানুয়ারি আমার বড় ভাই তৎকালীন নরসিংদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কমিশনার মো. মানিক মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। এ বিষয়ে নরসিংদী থানায় তিনজন আসামির নাম উল্লেখ করে একটি মামলাও করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনার ২০ বছর পার হলেও এখন পর্যন্ত আসামিদের বিচার হয়নি। সাক্ষীদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হয়। যার ফলে সাক্ষীরা এখন তাদের নিজ বাড়িতে অবস্থান করতে পারছে না। আলোচিত কমিশনার মানিক হত্যাকাণ্ডের ২০ বছর অতিক্রম হলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। আমরা চাই এই ঘটনার দ্রুত বিচার হোক, আসামিদের ফাঁসি হোক। এজন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে কমিশনার মানিকের শুভাকাঙ্ক্ষী মো. হিরন মিয়া, মো. শাহজাহান, মো. বেদন ভূঁইয়া, মো. জাকারিয়া, মো. ইয়ার আলামীনসহ মানিকের এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন