হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের বেতাগা স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

ফকিরহাটের বেতাগা স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বেতাগা ইউনিয়ন স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির আয়োজনে ২৭ অক্টোবর সকাল ১০টায় জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে। “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি’ ‘করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানকে সামনে তুলে ধরে র‌্যালি বেতাগা বাজারে প্রদক্ষিণ শেষে অত্র ইউনিয়ন পরিষদ চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদর চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন সেনিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দীন ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ আল আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, হাইসাওয়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নাজমূল হুদা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযাগী দুলাল চন্দ্র দাশ, ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের বৃত্তি বাছাই কমিটির আহবায়ক দাশ শিশির কুমার, প্রধান শিক্ষকগন প্রদ্যুৎ কুমার দাশ, নিখিল চন্দ্র দাশ, মোঃ একরাম শেখ, বেতাগা বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক তরুন দাশ, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোলাইমান মন্ডল সহ বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ইউডি সদস্যবৃন্দ, ইউনিয়ন সেনিটেশন,পানি সরবরাহ ও পয়ঃ নিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে হ্যান্ড স্যানিটাজার ও গাছের চারা বিরতণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন