হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে!

কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে!

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর যুব মিলনী সংঘের আয়োজনে ২৭অক্টোবর মঙ্গলবার বিকাল তিনটায় কালীগঞ্জের কাকশিয়ালী ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কামদেবপুর যুব মিলনী সংঘের সভাপতি জয়দেব দাস ও সাধারণ সম্পাদক শেখ আজিবর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও কামদেবপুর খেয়াঘাট সংলগ্ন নদীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৮ টি নৌকা অংশগ্রহণ করবে।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী একটি বড় গরু, দ্বিতীয় স্থান অধিকারী কে একটি বড় ছাগল ও তৃতীয় স্থান অধিকারী কে একটি বড় ভেড়া পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল কে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মহাম্মদ বিশ্বাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন