হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ’সুজন’র আয়োজনে এক আলোচনা সভা \ নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর আবু নসর ও সাধারন সম্পাদক মেহেদী হাসান

কলারোয়ায় ’সুজন’র আয়োজনে এক আলোচনা সভা \ নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর আবু নসর ও সাধারন সম্পাদক মেহেদী হাসান

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় ’সুজন’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকালে কলারোয়া আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র নবগঠিত উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। সভায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসরের সভাপিতত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন’র জেলা সহ-সভাপতি মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুজন’র জেলা কমিটির সাধারন সম্পাদক শেখ হেদায়তুল ইসলাম। অন্যদেও মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কমিটির কর্মকর্তা এ্যাড: সেলিম রেজা, সাকিবুর রহমান সাকিব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কমিটির বিদায়ী সাধারন সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় উপস্থিতি অতিথিবৃন্দ সর্বসম্মতিক্রমে সুজন’র কলারোয়া উপজেলার নবগঠিত কমিটি ঘোষনা করা হয়। নব গঠিত কমিটির সভাপতি হলেন, অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সহ-সভাপতি প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক এনজিও প্রতিনিধি মেহেদী হাসান, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক সহকারি অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, প্রচার সম্পাদক মাস্টার আ: ওহাব মামুনসহ ২৫ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়।

উল্লেখ্য, সভায় কর্মকর্তারা আগামীতে নির্বাচন কমিশন ঘোষিত সকল নির্বাচনে অংশগ্রহনকারি প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ’জনতার মুখোমুখি’ অনুষ্ঠানসহ এলাকাভিত্তিক জলবদ্ধতা নিরসনে অগ্রনী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন