আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনির খাজরার আলোচিত আ’লীগ নেতা শরবত হত্যা মামলার প্রধান আসামী খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় গদাইপুর-তুয়ারডাঙ্গা ব্রীজের উভয় পার ব্যাপী বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে নির্যাতিত পরিবার ও খাজরা ইউনিয়নবাসী। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শরবত আলি মোল্যাসহ ৫টি নৃশংস হত্যা মামলার আসামী, টুম্পাসহ অসংখ্য নারী ধর্ষক, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু, বোমাবাজ, লাঠিয়াল, আ’লীগের অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা ও অসংখ্য মামলার আসামী, যুদ্ধাপরাধী, কুখ্যাত রাজাকার মোজাহার সরদারের পুত্র শাহনেওয়াজ ডালিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অহিদুল ইসলাম মোল্লা।
সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুছের সভাপতিত্বে ও যুুবলীগ নেতা জাকিরুল ইসলমের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহত শরবতের বড়পুত্র শিমুল, ছোটপুত্র সবুজ, স্ত্রী শেফালী খাতুন, এড. মাসুদুর রহমান প্রিন্স, সাবেক মেম্বার ইছমাইল হোসেন, আবু রায়হান, রামপদ মন্ডল প্রমুখ। বক্তাগণ বলেন, চেয়ারম্যান ডালিমের দুঃশাসন, অত্যাচার, নির্যাতনে মানুষ সর্বশান্ত ও বিপর্যস্ত। প্রকাশ্যে নির্মম হত্যাকান্ড, সন্ত্রাসী বাহিনীর তান্ডব, চাঁদাবাজী, ডাকাতির ছোবলে এলাকা অস্থিতিশীল করে তুলেছে। ইউনিয়ন পরিষদের সকল প্রকার সরকারী সহায়তা দুর্নীতি, অনিয়ম, আত্মসাৎ ও স্বজন প্রীতির কারণে অসহায় মানুষগুলো বঞ্চিত, লাঞ্চিত ও প্রতারিত হয়ে আসছে। এলাকার উন্নয়ন কাজের বরাদ্দ কাজ না করে আত্মসাৎ করায় সকল রাস্তাঘাট, প্রতিষ্ঠান, অসহায় পরিবারগুলো মুখ থুবড়ে পড়ছে। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা, হামলা ও হয়রানীর শিকারে পরিণত হতে হয়।
একের পর এক হত্যা, ধর্ষণ, ঘের লুট, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কান্ড করেও মন্ত্রী, এমপি, ডিআইজিসহ উদ্ধতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্কের কথা বলে তাদের কিছুই হবেনা মর্মে আস্ফালনে এলাকার মানুষ ভীত, সন্ত্রস্ত ও প্রতিবাদ বিমুখ হয়ে পড়তে বাধ্য হচ্ছে। এমনকি কারাগারে আটক হওয়া হত্যা মামলার শুনানী না হলেও ২৭ অক্টোবর তিনি জামিনে বেরিয়ে আসছেন বলে তার সহযোগিতা এলাকায় হুংকার দিয়ে বেড়াচ্ছে দাবী করে বক্তাগণ কিভাবে জামিন হবে, এরদ্বারা আদালতকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রয়াস চালাচ্ছেন বলে অভিযোগ করেন। হাজার হাজার নারী পুরুষের অংশ গ্রহনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।