হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের ৪৭টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে, আজ নবমী পূজা

কালিগঞ্জের ৪৭টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে, আজ নবমী পূজা

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার ৪৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হচ্ছে। গত দুই দিন ষষ্ঠি ও সপ্তমীতে আকাশে বৃষ্টির কারণে সাধারণ দর্শনার্থীরা পূজা মন্ডপে তেমন যেতে পারেনি। অষ্টমীতে আকাশ ভালো থাকায় বিভিন্ন পূজা মন্ডপে দর্শনার্থীদের যাওয়া আসা ভিঁড় লক্ষ করা যাচ্ছে। আজ নবমী ও দশমীতে বিভিন্ন পূজা মন্ডপে দর্শনার্থীরা পরিদর্শন করার জন্য বাহির হবেন। এদিকে কালিগঞ্জ উপজেলার সকল পূজা মন্ডপ শান্তিপূর্ন ভাবে পূজা অনুষ্ঠানের জন্য কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পদির্শন করেছেন।

এছাড়া কালিগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসের ভ্রাম্যমান টিম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট সহ দলের নেতা কর্মীরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান এবং পূজা কমিটির সভাপতি সম্পাদক নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও সোহাদ্য বিনিময় করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন