হোম অন্যান্যসারাদেশ চরফ্যাশনে বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

চরফ্যাশনে বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

কর্তৃক Editor
০ মন্তব্য 84 ভিউজ
এআর সোহেব চৌধুরী চরফ্যাশন (ভোলা) :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘূচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হয় মুশলধারে ঝুম বৃষ্টি।
সারাদিন বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যের। কার্তিক মাসের এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে প্রাতিষ্ঠানিক  অফিসগামী ও খেটে খাওয়া জনসাধারণ মানুষকে। ভোররাতের শুরু হওয়া এ বৃষ্টিতে শারদীয় দুর্গাৎসব উদযাপনেও সমস্যায় পড়েন সনাতন ধর্মাবলম্বীরা।
তবে বৈরি আবহাওয়ার মধ্যেও উপজেলার সরকারি প্রতিষ্টানের কার্যক্রম স্বাভাবিক ছিলো বলে সূত্রে জানা গেছে।
সিপিপি’র চরফ্যাশন উপজেলার উপ-পরিচালক এম মোকাম্মেল হক লিপন জানান, সকল নৌযানকে পায়রা সমুদ্র বন্দরসহ ভোলার উপকূলীয় এলাকায় ৪ নাম্বার স্থানিয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরও জানান,এ ধরণের বৃষ্টিপাতসহ বৈরি আবহাওয়া আরো দুই একদিন থাকতে পাড়ে।
ভারি বৃষ্টির জন্য সকাল থেকেই চরফ্যাশনের রাস্তাঘাট ফাকা ছিলো। ছাতা নিয়ে কিছু মানুষকে খুব জরুরি কাজে দু’একজন ছাড়া বের হয়নি জনসাধারণ। এছাড়াও উপজেলা সদরসহ অন্যান্য হাটবাজারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। থানা রোড এলাকার এলাকার  ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বেলা ১ টা পর্যন্ত বৃষ্টি না কমায় কোনো দোকানে কোনো ক্রেতা আসেনি।
রিকশাওয়ালা হেলাল বলেন, দুপুরে রাস্তায় বের হয়ে বৃষ্টিতে ভিজেছি। বাড়ি বসে থাকলে তো আর পেট চলবেনা। খুচরা ব্যবসায়ীদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান না খোলায় জরুরী প্রয়োজনে অনেক ক্রেতা সাধারণ বাজারে এসেও পায়নি কাঙখীত পণ্য সামগ্রী।
ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসগারে সৃষ্ট লঘূচাপের ফলে গতকাল বুধবার দিবাগত রাত থেকেই উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি থাকে। আগামী দুই একদিন এ ধরণের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন