হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে সদর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফকিরহাটে সদর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 111 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, জন অংশীদারীত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২১ অক্টোবর বেলা ১১টায়সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ওয়ার্ড সভা কার্যকর ওয়ার্ড সভায় পরিনত করতে হবে, জনগনের যে সকল চাহিদা তারা ওয়ার্ড সভায় মাধ্যমে জানাবে হবে।

তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইউপি সচিব মো: মোয়াজ্জাম হোসাইন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ শহীদুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: হুমায়ন কবীর, খান শামিম হাসান, সৈয়দ মিজানুর রহমান, জগরুল হায়দার বাবু, মো: মাসুদ রানা, মো: মুস্তাকিন, আ: জব্বার, মহিলা ইউপি সদস্য শিউলি বেগম, লিলিমা আক্তার,লিমা বেগম প্রমূখ। এসময় প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি সঞ্চয় কুমার বাছাড়, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো:বিল্লাল হোসেন সহ বিভিন্ন শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন