হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 171 ভিউজ

কালিগঞ্জ সংবাদদাতা :

কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুনের বদলীর দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে রাস্তায় উপজেলা বি,আর,ডি,বি’র সকল সদস্য গণের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন কর্তৃক দূর্নীতি অনিয়ম ও স্বেচ্ছা চারিতার বিরুদ্ধে ঘটনা ব্যাপী মানব বন্ধন কর্মসূচীর নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা বি,আর,ডি,পি চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবির। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক সম্মারক লিপি প্রদান করেন।

মানব বন্ধন কর্মসূচীতে উপজেলা বি,আর,ডি,পি চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমবায় সমিতির কালিগঞ্জ শাখার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম বারী, সাবেক বি,আর,ডি,বি চেয়ারম্যান ডাঃ আব্দুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর রহমান প্রমূখ। কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন চাকুরী কালীন বিধি বহির্ভূত ভাবে কার্যক্রম পরিচালনায় অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার সাথে সংশ্লিষ্টতা এর ফলে পল্লী উন্নয়ন এর সাথে সমবায় সমিতির জড়িত অফিসের ভাব মুর্তি ক্ষুন্ন হচ্ছে বলে নেতৃবৃন্দ বলেন। তারা অপসারণের দাবী করেন।

পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের কাছে বি,আর,ডি,বি চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর করিবরের নেতৃত্বে একটি স্মারক লিপি প্রদান করা হয়। এসময় বি,আর,ডি,পি ও সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এবিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুনের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন