হোম জাতীয় ফিল্মি স্টাইলে মাথায় গামছা, মুখে মাস্ক পরে ফার্মেসিতে ডাকাতি

ফিল্মি স্টাইলে মাথায় গামছা, মুখে মাস্ক পরে ফার্মেসিতে ডাকাতি

কর্তৃক
০ মন্তব্য 156 ভিউজ

অনলাইন ডেস্ক :

রাজধানীর কলেজগেটে বিল্লাহ ফার্মায় বুধবার রাতে ফিল্মি স্টাইলে ডাকাতি হয়েছে। মাথায় গামছা বেঁধে ও মুখে মাস্ক পরে তিন ডাকাত ঢুকে পড়ে ফার্মেসিতে। ২ মিনিটের মধ্যে ডাকাতি করে ট্রাকযোগে চলে যায় তারা। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় গতকাল বৃহস্পতিবার রাতে মামলার প্রস্তুতি চলছিল বলে জানান ওসি আব্দুল লতিফ।

হঠাৎ এসেই কাস্টমারকে চাপাতি দিয়ে মারতে শুরু করলে কিছুই বুঝে উঠতে পারেননি নাহিদ বিল্লাহ ও সোহাগ। একসময় ডাকাতরা আরমান, সোহাগ ও নাহিদকে মারতে মারতে দোকানের পেছনে নিয়ে যায়। আরমানের পকেটের মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। ফার্মেসিতে থাকা ল্যাপটপ, নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়। মাত্র ২ মিনিটের মধ্যেই ডাকাতরা অপারেশন শেষ করে চলে যায়। বিল্লাহ ফার্মার সিসি ক্যামেরার ফুটেজে এমন চিত্রই দেখা গেছে।

ফার্মেসির মালিক নাহিদ বিল্লাহ বলেন, ‘আমি বাসায় চলে যাব। দোকান ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। এর মধ্যে একজন ওষুধ নিতে আসল। আমি ওষুধ দিব, এমন সময় তিন জন ফার্মেসিতে ঢুকে কাস্টমারকে চাপাতি দিয়ে মারতে শুরু করে। একজন আমার ল্যাপটপ নিয়ে নিল। কাস্টমারকে যখন মারছে, তখন আমি হাত উঁচু করে বললাম, ‘মারছেন কেন।’ ডাকাতরা তখন বলল, ‘কথা বলবি না’। এরপর তারা আমাদের দোকানের পেছনে নিয়ে গেল। ক্যাশে থাকা টাকা ও ল্যাপটপ নিয়ে গেল। আমরা দৌড়ে বের হলাম কিন্তু ততক্ষণে ট্রাক চলে গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন