হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় প্রতিরাতেই জমজমাট ছাত্রদল ক্যাডার রোকনের ভ্রাম্যমান মিনি ক্যাসিনো!

দেবহাটায় প্রতিরাতেই জমজমাট ছাত্রদল ক্যাডার রোকনের ভ্রাম্যমান মিনি ক্যাসিনো!

কর্তৃক Editor
০ মন্তব্য 78 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় প্রশাসনের চোঁখে ধূলো দিয়ে প্রতিনিয়ত ভ্রাম্যমান মিনি ক্যাসিনো চালিয়ে যাচ্ছে ছাত্রদল ক্যাডার আলিউল আজিম রোকন। সে ঘলঘলিয়া গ্রামের আকবর আলীর ছেলে। বর্তমান সরকারের শাসনামলে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে যখন জুয়া, মাদক সহ নানা অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে, ঠিক তখনই দেবহাটার ঘলঘলিয়া, চরশ্রীপুর, ভাতশালা, রহিমপুর, পাঁচপোতা, রতেœশ্বরপুর সহ আশপাশের এলাকায় ছাত্রদল ক্যাডার রোকনের নেতৃত্বে প্রতিরাতেই চালানো হচ্ছে অবৈধ জুয়ার আসর।

তার এই জুয়ার আসরে আসক্ত হয়ে প্রতিরাতেই সর্বশান্ত হচ্ছে এলাকার যুবসমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পাশাপাশি এসব নব্য জুয়াড়ীরা জুয়ার টাকা যোগাড় করতে প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ডে। জুয়ার আসরের মুল আয়োজক ঘলঘলিয়ার আলিউল আজিম রোকন ছাত্রদলের একজন চিহ্নিত ও সক্রিয় ক্যাডার। ২০১৩ সাল থেকে শুরু করে তৎপরবর্তী সময়ে প্রকাশ্যে নাশকতামুলোক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে ব্যাপক তান্ডব চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা জানান, আলিউল আজিম রোকন প্রতিদিন এলাকার উঠতি বয়সের যুবকদের এক লাফে অর্থসম্পদের মালিক বনে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে জুয়ার আসর বসিয়ে সর্বশান্ত করছে।

তারা আরো জানান, রোকন প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এলাকার বিভিন্ন ঘরের মধ্যে ও মৎস্য ঘেরের বাসায় ভ্রাম্যমান জুয়ার আসর বসিয়ে আসছে। কোন যুবক জুয়ার আসরে প্রথমদিন হেরে সর্বশান্ত হওয়ার পর দ্বিতীয় দিন খেলতে না চাইলে তাদেরকে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জুয়ার আসরে বসতে বাধ্য করে বিএনপি ক্যাডার রোকন। ছক করে জুয়ার আসরে বসিয়ে এলাকার সহজ সরল যুবকদের পরিকল্পিতভাবে হারিয়ে তাদের সেই অর্থে ছাত্রদল ক্যাডার রোকন রাতারাতি বনে গেছেন সিএন্ডএফ ব্যবসায়ী। ভোমরা স্থলবন্দর সংলগ্ন আমিনিয়া মার্কেটের একটি কক্ষে খুলে বসেছেন জমজমাট সিএন্ডএফ ব্যবসা। মুলত ওই সিএন্ডএফ ব্যবসার আড়ালে ভোমরা এলাকাতেও বিভিন্ন সময়ে রোকন জুয়ার আসর বসিয়ে আসছে বলেও নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।প্রতিরাতে রোকনের জুয়ার আসরে থাকে তাসসহ জুয়া খেলার নানান বোর্ড ও সরঞ্জামাদি। এছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত আইপিএল সহ উল্লেখযোগ্য খেলা গুলোতেও রোকনের সাজানো জুয়ার আসরে জুয়াড়ীরা লাখ লাখ টাকার বাজি ধরে সর্বশান্ত হচ্ছেন। প্রতিরাতের খেলা গুলোতে ৫০ টাকা থেকে শুরু করে পাঁচ, দশ একনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাজি ধরেন জুয়াড়ীরা।

জুয়ার আসরে কোনো টিমে খেলোয়াড় কম থাকলে, জুয়ার আসর সচল রাখতে নিজেই জুয়াড়ী হিসেবে আসরে বসে পড়েন ওই রোকন। স্থানীয়রা জানান, ২০১৩ সালে সহিংসতাকালীন সময়ে ওই ছাত্রদল ক্যাডার রোকন ঘলঘলিয়া, গোপাখালী, টাউনশ্রীপুর, চরশ্রীপুর, ভাতশালা, রহিমপুর, পাঁচপোতা, রতেœশ্বরপুর সহ আশপাশের এলাকায় প্রকাশ্যে সরকারী গাছ ও রাস্তা কাটা, আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, দোকান, ব্যাবসা প্রতিষ্ঠান, বসতঘর ভাংচুর, অগ্নিসংযোগ, মিছিল-পিকেটিংসহ সরকার বিরোধী কর্মকান্ড চালিয়েও মামলার আসামী না হয়ে বরং বহাল তরিয়তে থাকায় এলাকার মানুষ ভয়ে তার বিরুদ্ধে কথা বলেতে পারেননা। প্রভাবশালী হওয়ায় ক্ষমতা ও অর্থের দাপট দেখিয়ে এলাকায় জুয়ার আসর বসানো সহ নানা অপরাধের রামরাজত্ব কায়েম করে চলেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন