হোম Uncategorizedবাংলাদেশ খুলনায় নির্মিত প্রথম কার্গো জাহাজের যাত্রা শুরু

খুলনায় নির্মিত প্রথম কার্গো জাহাজের যাত্রা শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 106 ভিউজ

সংকল্প ডেস্ক :

খুলনা শিপইয়ার্ডে নির্মিত প্রথম কার্গো জাহাজ যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর শামসুল আলম।

খুলনা শিপইয়ার্ড থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, কার্গো জাহাজটির দৈর্ঘ্য ৭৪ দশমিক ৮১ মিটার, প্রস্থ ১২ মিটার, গভীরতা ৫ দশমিক ৫০ মিটার, ড্রাফট ৪ মিটার এবং ইঞ্জিন ৭২০ এইচপি।

কার্গো জাহাজটি তৈরির জন্য গত বছর ২৮ আগস্ট মেসার্স এমএসটি মেরিন সার্ভিসেস অ্যান্ড ট্রেডার্স লিমিটেড এবং খুলনা শিপইয়ার্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়েই জাহাজটি যাত্রা শুরু করেছে।

এ সময় মালিক প্রতিনিধি, নক্সাকার, সার্ভেয়ার ও খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। যাত্রাশুরুর অনুষ্ঠানে এর ভবিষ্যৎ সাফল্য এবং এর সাথে সংশ্লিষ্টদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন