হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন কালে অতিরিক্ত ডি আই জি নারীর প্রতি সহিংসতা বন্ধে পুলিশ জনতা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে

কেশবপুরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন কালে অতিরিক্ত ডি আই জি নারীর প্রতি সহিংসতা বন্ধে পুলিশ জনতা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে

কর্তৃক Editor
০ মন্তব্য 79 ভিউজ

নিজস্ব প্রতিনিধি ,কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আইজি হাবিবুর রহমান(বিপিএম)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পুলিশ ও জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের সেবা দোর গোড়ায় পৌছে দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি বিটে একজন করে এস আই কে দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার দুপুরে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও পাঁজিয়া বিটের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক তাপস কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। খুলনা বিভাগের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) সোয়েব আহম্মেদ খান ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার, নজরুল ইসলাম খান, সাংবাদিক এস আর সাঈদ, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু,শিক্ষিকা রিতা চক্রবর্তী, সালেহা বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন