হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-২

পাটকেলঘাটায় হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-২

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ
নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় হত্যা মামলা সহ ওয়ারেন্ট ভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা  হল থানার কুমিরা ইউনিয়নের কেশা গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে জিয়াউর রহমান (৩২)ও অপর জন হল চৌগাছা গ্রামের কোহিনুর আলীর ছেলে মজ্ঞরুল শেখ (২৩)।
পাটকেলঘাটা থানা ডিউটি অফিসার মাহাবুব রহমান জানান,  শুক্রবার থানা এলাকায়  বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলানং-৪(তারিখ১৩-১০-২০২০) ও জি আর ওয়ারেন্ট ভুক্ত মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
পাটকেলঘাটা থানার আফিসার ইসচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,শনিবার (১৭অক্টোবর) আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমার থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবেনা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন