খুলনা অফিস :
পাইকগাছায় আলুর দাম স্বাভাবিক রাখতে বিভিন্ন সবজির বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাতুল আলম। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় এসিল্যান্ড আরাফাতুল আলম বৃহস্পতিবার সকালে পাইকগাছা ও কপিলমুনি সবজি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসিল্যান্ড আরাফাত বলেন, দেশে আলুর কোন ঘাটতি নাই।
কোন ব্যবসায়ী যদি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করে তা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে তিনি ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কপিলমুনি বাজারের ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেন। এ সময় থানা পুলিশের সহযোগিতায় উপস্থিত ছিলেন, পেশকার প্রতুল জোয়াদ্দার ও আনসার ও ভিডিপি’র দলনেতা লিটন গাজী