হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটার চা দোকানী হাসমত এখন নির্বাক

পাটকেলঘাটার চা দোকানী হাসমত এখন নির্বাক

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

জামালউদ্দীন
ঘরে খাবার নেই, একমাত্র আয়ের উৎস্য চায়ের দোকানটি বন্ধ। পরিবারের খাবার যোগাতে প্রতিদিনই বাড়ি থেকে বের হচ্ছে কিন্তু ফিরছে খালি হাতে। এমন অসহায় জীবন সত্যি নির্বাক করে দিয়েছে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের হাসমত আলী নামের এক চা দোকানীকে। তার পরিবারে নবম শ্রেণীতে পড়–য়া কন্যা সন্তান, তৃতীয় শ্রেণীতে পড়া পুত্রসন্তান সহ স্ত্রী রয়েছে। ৪ জনের সংসার চায়ের দোকানের বিকিকিনিতে অনায়াসেই চলে যায়। তার চায়ের দোকানটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আলীয়া মাদ্রাসার সামনে একাধিক কাঠব্যবসায়ীদের মধ্যস্থলে। বর্তমান তার দোকানের চারিপাশে কাঠের ঠুকঠাক আর মেশিনের অসহ্য যন্ত্রণা এখন নেই। সুনসান নীরাবতা। কিছুটা স্বস্তি পেলেও পরিবারের মুখে আহার দিতে একেবারেই নির্বাক হয়ে পড়েছে হাসমত। দোকান ঠিকই খুলেছে, জ্বলছে না চুলা। দোকানের এক দরজা বন্ধ করে অন্য দরজা খুলে অসহায় দৃষ্টিতে বসে সারা পৃথিবী যেন এক হচ্ছে তার। রাতে ঘরে ফিরতে হবে। বাজার করার সামার্থ্য নেই। এ চিন্তায় যেন সে দিশেহারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন