হোম অন্যান্যসারাদেশ বেনাপোলসহ শার্শা উপজেলায় এ বছর ২৬টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

বেনাপোলসহ শার্শা উপজেলায় এ বছর ২৬টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

মিলন হোসেন,(যশোর) বেনাপোল :

করোনাকালীন সময়ে শারদীয়া দূর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি চলছে অন্যান্য বছরের তুলনায় ঢিলেঢালা ভাবে। বিভিন্ন মন্দিরে দূর্গা প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে ইতিমধ্যে, এখন রঙ তুলির আঁচড়ের অপেক্ষা করছে প্রতিমা। শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনাড়ম্বরভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটিগুলোর সাথে মত বিনিময় সভা করেছে উপজেলা পূজা উদযাপন কমিটি।

বৈশি^ক মহামারী করোনা দূর্যোগকালীন সময়ে সরকারী আইন মেনে শার্শা থানায় ১৭টি ও বেনাপোল পোর্ট থানায় ৯টি দৃষ্টিনন্দন মন্দিরে হিন্দু ধর্মের বড় ধর্মীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ বৃহৎ উৎসব। তবে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবছরের পূজায় কোন আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের। প্রতিমা তৈরির কাজ শেষে রঙ তুলির আচড়ের অপেক্ষা করছে প্রতিমাগুলি। সকলের সুখ ও মঙ্গল কামনায় মায়ের আগমণ ঘটবে এবার। অশুভ শক্তি ও অসুর শক্তির বিনাশ হবে। পৃথিবীর সুন্দর ও শ^াশত সুন্দরের জয় হবে এমনটাই আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বৈদ্যনাথ দাস বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন বৈশি^ক এই মহামারীতে আর্থিক এ সংকটের মধ্যও আমাদেরকে একটু অর্থ সহযোগিতা বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, আমরা নিয়মিত টহলের মাধ্যমে মন্ডপসমূহ মনিটরিং করছি।সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মাধ্যমে আমরা পূজার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন