হোম এক্সক্লুসিভ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 863 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত দুর্বৃত্তরা একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রযো বক্স গ্রামে। দুর্বৃত্তরা ওই গ্রামের শাহিনুর রহমান তার স্ত্রী ও দুই সন্তানকে জবাই করে হত্যা করে।

নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজন আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান(৪০), তার স্ত্রী সাবিনা খাতুন(৩০),ছেলে সিয়াম হোসেন(৯) ও মেয়ে তাসনিম(৬)

শুধুমাত্র তার চার মাসের এক শিশু সন্তান বেঁচে রয়েছে। কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। এলাকার হাজার হাজার মানুষ ওই গ্রামে ভিড় করছে।এ হত্যাকাণ্ডের মোটিভ পুলিশ নিশ্চিত করতে পারিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন