হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে বেইলী ব্রীজের পাটাতন উঠে যাওয়ায় দুঃর্ঘটনায় এক ব্যাবসায়ীর মৃত্যু

কুলিয়ারচরে বেইলী ব্রীজের পাটাতন উঠে যাওয়ায় দুঃর্ঘটনায় এক ব্যাবসায়ীর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 155 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আজ ১০ অক্টোবর শনিবার
সকাল ১০.৩০ মিনিটে বেইলী ব্রীজের পাটাতন দীর্ঘদিন ধরে
উঠে থাকা স্থানে দুঃর্ঘটনায় এক চাউল ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
সাইফুল ইসলাম (৩২) নামের ওই চাউল ব্যবসায়ীর বাড়ি পৌর শহরের গাইলকাটা গ্রামে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম কুলিয়ারচর থেকে সিএনজি করে কিশোরগঞ্জ যাওয়ার পথে দ্বাড়িয়াকান্দি ভাটির দোয়ারিয়া স্ট্রিল ব্রীজের পাটাতন উঠে যাওয়া স্থানে এসে সিএনজি থেকে ব্রীজে ছিটকে পড়ে যায়। সে সময় বিপরীত থেকে আসা মালবাহী ট্রলি (ইচার মাথা) তার শরীরের উপর দিয়ে চলে যায়। তাৎক্ষনীক ভাবে স্থানীয় লোকজন তাকে চিকিৎস্যার জন্য কুলিয়ারচর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে বেইলী ব্রীজে গ্রাম পুলিশ মোতায়েন সহ বাস- ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় কতৃপক্ষ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন