হোম অন্যান্যসারাদেশ মাগুরার গড়াই নদীতে আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় দুই তীরে লাখো মানুষের ঢল

মাগুরার গড়াই নদীতে আছাদুজ্জামান স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় দুই তীরে লাখো মানুষের ঢল

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

মাগুরা প্রতিনিধি :

লাখো দর্শকের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আজ শনিবার বিকালে মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় গড়াই নদীতে আবহমান গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্যবাহী আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা আন্তঃ ইউনিয়ন নৌকা বাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতা ও মেলার আয়োজন করে। বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

দুপুর বিকাল ৩ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি নৌকা অংশ নেয়। সংগীতের তাল-লয়ে দাঁড়িয়াদের ছন্দময় দাঁড় নিক্ষেপে দ্রæত গতিতে নৌকা এগিয়ে চলে। উল্লাসে মেতে উঠে নদী পাড়ের আনন্দ প্রিয় লাখো দর্শক। নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই গড়াই সেতু সংলগ্ন গড়াই নদীর দুই তীরে পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, রাজবাড়ি, কুষ্টিয়া, ঝিনাইদাহসহ, কয়েকটি জেলার বিভিন্ন শ্রেনির সকল বয়সী নারী-পুরুষ মানুষ জমায়েত হতে থাকেন। বিপুল মানুষের উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশ। বাইচকে ঘিরে গড়াই নদী নদীর দুই ধারের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে গ্রামীণ মেলা বসেছে। এ মেলায় দোকানিরা বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

প্রতিযোগিতায় গায়েশপুর ইউনিয়নের লালান শাহ্ নৌকা প্রথম, দ্বিতীয় হয়েছে ফরিদপুরের কামারখালী ইউনিয়নের আতিকের তরী এবং মাগুরা সদরের কছুন্দী ইউনিয়নের হিরার তরী তৃতীয় হয়েছে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীরে মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহবায়ক হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন