হোম অন্যান্যসারাদেশ নারী নিপীড়নের প্রতিবাদে কালিয়ায় পল্লীসমাজের মানববন্ধন অনুষ্ঠিত

নারী নিপীড়নের প্রতিবাদে কালিয়ায় পল্লীসমাজের মানববন্ধন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

 

নড়াইল অফিস :

সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নিপীড়ন, সাভারে নীলা হত্যাসহ দেশে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (৯ অক্টোবর) বেলা ১১টা নড়াইলের কালিয়ায় পল্লীসমাজের উদ্যোগে উপজেলার তিনটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে কালিয়ার মাধবপাশা, বিষ্ণুপুর, বাবুপুর, ভোমবাগ, সীতারামপুর, মচন্ধপুর, পেড়লী এবং তেরখাদা জয়সেনা পল্লীসমাজের শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ সংগঠক লিপি বিশ্বাস, মিঠুয়ার রহমান, সমাজসেবিকা ডালিয়া বেগম, নাজমা বেগম, রোকসানা, শুকরিয়া, সাহিদা, সালমা, পরিনা, আলেয়া, যুথি, উন্নতি রানী, বীনা রানীসহ অনেকে। বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নসহ মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন