ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় সার্বিক সাক্ষরতা,দূর্যোগ জনিত ঝুঁকি হ্রাস ও ভার্চুয়াল ব্লাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারভীর রহমান। বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুধার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, সহকারী শিক্ষা অফিসার সরোজ কুমার রায়, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ,বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বেতাগা ইউপি সচিব এস এম দাউদ আলী প্রমূখ।