হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় ভুমিহীনদের জমি দখলের আতংকে

ডুমুরিয়ায় ভুমিহীনদের জমি দখলের আতংকে

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

খুলনা অফিস :

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের শিবনগর এলাকায় নদীর চরে ভূমিহীনদের নামে বরাদ্ধের সরকারি জমি অবৈধ দখলের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভূমিহীন পরিবার গুলো আতংকে রয়েছে। স্থানীয় ভূমিহীন দেবী বিশ্বাস, শংকর মন্ডল ও কবিতা মন্ডল জানান, খুলনা শহরে বসবাসকারী মোস্তফা কামাল আলমগীর নামে এক ব্যবসায়ী শিবনগর এলাকায় নদীর চরে কিছু জমি কিনেছেন শুনেছি।

ওই জমি আবার নেট (জাল) দিয়ে ঘিরে মাছ চাষ শুরু করেছে। ওই ব্যাক্তি তার ইচ্ছে মত বেড়ি বাঁধ কেঁটে দেয়ায় পানিতে প্লাবিত হয়ে গেছে পুরো এলাকা জুঁড়ে । ফলে সরকারি জমি বরাদ্ধ পেয়ে অন্যান্য ভূমিহীনরা তাদের জমিতে এবার আমন ধান চাষ করতে পারিনি। ভূমিহীন শুকদেব বিশ্বাস, নিতাই রায় ও উজ্জল মন্ডল বলেন, ওই ব্যবসায়ী এলাকায় প্রচার করছেন শিবনগর চরে তিনি ২০০ বিঘা জমি কিনেছেন। চরের বেড়ি বাঁধ কেঁটে দেয়ার কারণে ইতোমধ্যে ভূমিহীণরা তাদের ৩০ বিঘা জমিতে এবার আমন চাষ করতে পারিনি। তাছাড়া ২০ বিঘা জমিতে আমন চাষ করতে স্বক্ষম হলেও তা সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় ভূমিহীন নেতা আব্দুল কাদের, কুমুদ গাইন, ও রেবেকা বেগম জানান, ইতোমধ্যে ওই ব্যবসায়ী ১৩ বিঘা সরকারি খাস জমি দখল নিয়েছে। আমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। এ সমস্যার সমাধান না হলে, স্থানীয় ভূমিহীন সংগঠনের নেতৃত্বে সরাসরি আন্দোলন শুরু করা হবে। এ ব্যাপারে ব্যবসায়ী মোস্তফা কামাল আলমগীরের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জিব দাস বলেন, ভূমিহীণদের অভিযোগ পেয়েছি। দ্রত সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন