হোম অন্যান্যসারাদেশ মাগুরার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর অধ্যাপক হাসান আবদুল কাইয়ুমের ইন্তেকাল

মাগুরার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর অধ্যাপক হাসান আবদুল কাইয়ুমের ইন্তেকাল

কর্তৃক Editor
০ মন্তব্য 156 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা শ্রীপুরের দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর অধ্যাপক আল্লামা শাহ সূফী আলহাজ্ব আবুল হাসান মুহাম্মদ আব্দুল কাইয়ুম (৭৫) মঙ্গলবার দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে .. .. রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়েসহ বহু মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দ্বারিয়াপুর দরবার শরীফের মরহুম পীর মাওলানা শাহসূফি তোয়াজউদ্দিন আহমেদ (রঃ) এর বড় ছেলে। সাংবাদিক ও বিশিষ্ট ছড়াকার আবু সালেহ এর বড় বাই ভাই।

তিনি শ্রীপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়াদী কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে ইসলামী চিন্তাবিদ হিসেবে আলোচনায় অংশগ্রহণ করতেন। ইলমে তাসাউফের উপরে তাঁর রচিত একাধিক গ্রন্থ রয়েছে। আজ বুধবার জোহর নামাজ শেষে দারিয়াপুর দরবার শরীফে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন