নিজস্ব প্রতিনিধি :
বেঙ্গল এক্সক্লুসিভ শপের ৭০ ও ৭১ তম শোরুমের শুভ উদ্বোধন হল সাতক্ষীরা শহরে। আজ দুপুরে শহরের হাট খোলা মোড়ে প্রগতি এন্টারপ্রাইজ ও আটপুকুর মোড়ে সাদ এন্টারপ্রাইজ এর উদ্যোগে এ দুটি শোরুম উদ্বোধন করা হয়।
দেশের সুনামধন্য প্লাস্টিক পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল প্লাস্টিক ফার্নিচার দেশের সকল স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পোঁছে দেওয়ার লক্ষ্যে ২ টি শোরুমে বেঙ্গল এক্সক্লুসিভ শপ যাত্রা শুরু করেছে। কেক ও ফিতা কেটে পৃথক ২ টি শোরুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাব এর সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বেঙ্গল প্লাস্টিক এর মার্কেটিং ম্যানেজার শামীম মিয়া, ডিভিশনাল সেলস ম্যানেজার রুহুল আমিন, মোঃ তোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও শোরুমের স্বত্বাধিকারী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাদ এন্টারপ্রাইজ এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।