সংকল্প ডেস্কঃ
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।
আজ (৫ অক্টোবর) দুপুরে তিনি ঢাকায় পৌঁছাবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় তিনি ভারতের আভ্যন্তরীণ ফ্লাইটে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন।
সীমান্তের শূন্য রেখায় দাঁড়িয়ে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধু প্রতিম রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশিদারিত্ব আরও কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়ে আমি কাজ করবো। এই দেশে কাজ করার সুযোগ পেয়ে আমি খুশি।
আগামী ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি। তিনি সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হলেন।
ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী দেশটিরর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা বিভাগের যুগ্ম সচিব ছিলেন।